পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

১০৭

পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার খয়েরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে খয়েরবাগান এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আলিম ওরফে কালুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like