পারিবারিক বিরোধের জেরে গৃহবধুর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে নাটোরে নিজ হাতে গলা কেটে সোমা সাহা সুমি নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে শহরের লালবাজার মহল্লায় তার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত সোমা সাহা শহরের লারবাজার মহল্লার মুদিখানা ব্যাবসায়ী স্বপন সাহার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০ বছর পূৃর্বে শহরের লালবাজার মহল্লার রনজিৎ সাহার ছেলে স্বপন সাহার সাথে রংপুরের বদরগঞ্জ এলাকার রবি সাহার মেয়ে সোমা সাহা সুমির বিয়ে হয়। বিয়ে পর থেকে সোমা তার স্বামীর সাথে সংসার করতে বিদ্রোহ শুরু করে। বিয়ের প্রায় এক বছর পর সোমা স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে চলে যায়।

পরে উভয় পক্ষের অভিভাবকদের আলোচনায় বিরোধ মিমাংশা শেষে পুনরায় সংসার শুরু করে সোমা। এরপর তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু সোমার অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়। মাঝে মাঝেই সে বাড়ী থেকে চলে যায় এবং আত্মহত্যার হুমকি দেয়।

আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। সবশেষ গত দুই সপ্তাহ আগেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সোমা।সোমবার দুপুরে কাউকে কিছু না বলেই নিজ ঘরের দরজা বন্ধ করে তরকারি কাটা ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে ফেলে। পরে সোমার ঘর থেকে গোঙ্গরানির শব্দ পেয়ে বাড়ীর সদস্যরা জানালা দিয়ে দেখতে পায় সোমার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে।

এ সময পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এসে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।