পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি অফিসে আগুন
পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি সদর দফতরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (রোববার) সকালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
রাঙ্গামাটি ফরেস্ট অফিসের কর্মকর্তারা জানায়, অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি ও কাউখালী উপজেলার ফায়ার স্টেশনের ৭ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঘণ্টাব্যাপী এ আগুনে পুড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, ঝুম নিয়ন্ত্রণ ও অশ্রেণিভুক্ত বনাঞ্চল বন বিভাগের সদর দফতরের স্থাপনা, জরুরি কাগজপত্রাদি ও আসবাবপত্র।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ৪টি অফিসের ২ কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে পুড়ে গেছে বিভিন্ন মূল্যবান নথিপত্র।
নিউজ ডেস্ক/বিজয় টিভি