পাহাড়তলীতে পৈত্রিক বাড়ি ভাংচুরের অভিযোগ

৭৬

নগরীর পাহাড়তলী সরাইপাড়া ডিটি রোডে জমি সংক্রান্ত বিরোধের জেরে মরিয়ম বেগম নামে এক নারীর পৈত্রিক বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।

মরিয়ম বেগম জানান, একই এলাকার জাকির হোসেন ও তার আরো কিছু সহযোগী তার বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুরসহ বেশ কিছু গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। ভুক্তভোগীর দাবি প্রায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ বিষয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ভাংচুরের বিষয়টি এড়িয়ে যান। পাহাড়তলী থানার এস আই মনির জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like