পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

১১৪

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলার সুরমা, যাদুকাটা, বৌলাই, রক্তি, কুশিয়ারাসহ সকল নদীর পানি ক্রমশ বাড়ছে। বৃষ্টিপাত অব্যহত থাকায় এখনো বাড়ছে সুরমা নদীর পানি। দুপুর ১২টা পর্যন্ত শহরের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো আব্দুল আহাদ জানান, প্রশাসনের তরফ থেকে প্রতিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like