পাহাড়ে চলছে উচ্ছেদ অভিযান
নগরের ট্যাংকির পাহাড়ে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বাস করা ৮০টি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ের পাদদেশ দখল করে গড়ে উঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। তালিকা অনুযায়ী নগরের ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে মৃত্যুঝুঁকি নিয়ে ৮৩৫টি পরিবার বসবাস করছে। এদের মধ্যে ৮০টি পরিবারকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বেশ কয়েকটি সার্কেলের সহকারী ভূমি কমিশনার। গত ১৬ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব পরিবারকে ১৫ জুনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি