পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য:লেঃকর্ণেল রুবায়েত

৩০৩

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য মন্তব্যে করে খাগড়াছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব বলেছেন ভবিষ্যতেও পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

সকালে উপজেলা প্রেসক্লাব গুইমারা’তে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম সাইফুর রহমানের সভাপতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ।

এদিকে বৃহসপতিবার সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে কবি মোঃ কামরুজ্জামানের প্রথম কাব্যগ্রন্থ “মায়ার বাঁধনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like