পিএসজির হয়ে মেসির প্রথম গোল
পিএসজির জার্সি গায়ে অবশেষে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পের সহায়তায় দুর্দান্ত এক গোলের মাধ্যমে মেসি ফরাসি ক্যারিয়ারে গোলের খাতা খোলার সাথে সাথে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ও উপহার দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলবার গ্রুপ-এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি ২-০ব্যবধানে সিটিকে পরাজিত করে ক্লাব ব্রাগাকে গোল ব্যবধানে পিছনে ফেলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে।
এই গোলটি ছিল সাবেক কোচ পেপ গার্দিওলার বিপক্ষে মেসির প্রথম গোল।
ম্যাচ শেষে উচ্ছসিত মেসি বলেছেন, ‘শেষ পর্যন্ত গোল করতে পেরে আমি দারুন খুশী। সম্প্রতি ইনজুরির কারনে আমি খুব বেশী খেলতে পারিনি। ধীরে ধীরে আমি সতীর্থদের সাথে মানিয়ে নেয়া শুরু করেছি। যত বেশী আমরা একসাথে খেলবো ততই এই কাজগুলো সহজ হয়ে যাবে। আমাদের একসাথে সামনে এগিয়ে যাওয়াটা জরুরী।’