পিকআপের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা নারীর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে গুরুদাসপুর থানার শিধুলী বিশ্ব রোডের আইড়মারী ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে মহিষবাহী একটি পিকআপ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইড়মারী ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জরিনা বেগমকে ধাক্কা দেয়। এ সময় পানিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।
তবে, পুলিশ পিকআপ ভ্যানের চালক এবং তার সহযোগীকে আটক করতে পারেনি।