পিকআপ চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-জিল্লুর রহমান (৪৬) ও তার ছোট ছেলে বায়জিদ (৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীপুর গ্রামে।
শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বলাখাল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে জুবায়ের জানান, বলাখাল বাজারে তাদের মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ছোট ছেলেকে নিয়ে পাশের দোকানিকে মিলাদের তবারক দিতে যান জিল্লুর। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, হাসপাতালে নেওয়ার পথে পিকআপ চাপায় গুরুতর আহত দুই জন মারা যান। পুলিশ পিকআপটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।