পিরোজপুরে মাদক ও বিদেশি পিস্তলসহ আটক ৩

বরিশালের পিরোজপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

রোববার সকাল ১১টায় বরিশাল নগরের রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো, পিরোজপুর জেলা সদরের পশ্চিম হরিণা এলাকার মো. বাহাদুর শেখ (৪৩), উকিলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮) ও খুমুরিয়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২)।

র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন কুমার মিস্ত্রীর গাড়ি রাখার গ্যারেজে অভিযান চালানো হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন।