পিরোজপুরের স্বরূপকাঠীতে যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের স্বরূপকাঠীতে মো. মামুন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
আজ (সোমবার) সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, সকালে নিহতের পুরানবাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি