পিরোজপুরে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া নামক স্থানে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৩ টার দিকে পৌর এলাকার ছোট ভাইজোড়া নামক স্থানে নজরুল হাওলাদারের ছেলে সোহেলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে সোহেল ঘটনা স্থলেই মারা যায়।

সোহেলের বড় ভাই নাসির হাওলাদার জানান, গত রাতে সোহেল ওই ঘরে একাই ঘুম ছিলো। বন্ধ ঘরে আগুনে পুড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। তাদের ধারনা মশার কয়েল কিম্বা চুলা থেকে আগুন লাগতে পারে।

You might also like