পিরোজপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টায় মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮), কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯), মো. ছাব্বির হোসেন (১৭)।
জানা গেছে, নিহতরা নসিমনে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার শংকরপাশা এলাকায় গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।