পিরোজপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৭৬ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বরূপকাঠি অফিসার্স এসোসিয়েশন।
শুক্রবার বিকালে স্বরূপকাঠি সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০১৯ সালের এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরন তুলে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,অফিসার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ সামছুল হক, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি