পিরোজপুরে সহকারী আইনজীবীকে কুপিয়ে হত্যা

৯০

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় সহকারী আইনজীবী সিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (সোমবার) সকালে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, সকালে জেলা জজ কোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে আসার পরেই সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে সিদ্দিকুরকে কুপিয়ে জখম করে।

এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে সিদ্দিকুরের ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like