পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

৯১

পঞ্চগড়ের সোনাপাতা এলাকার গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ (রোববার) সকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করে আসামিরা।

এ সময় গুলিবিদ্ধ হন ওই মঠের আরেক সেবক। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই।

পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দু’টি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like