পুলিশের চাঁদার ভয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত দুই
পুলিশের চাঁদার ভয়ে পালাতে গিয়ে দুইজনকে পিষ্ট করল ট্রাক চালক।
শুক্রবার রাতে কাপ্তাই রাস্তার ধোপপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ একদফা চাঁদা নেয়ার পর আবারো চাঁদা দাবি করলে পালানোর চেষ্টা করে ট্রাকটি। এসময় বেপরোয়া গতিতে সামনে থাকা সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মটরসাইকেল আরোহী আনিছ ও সুমন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ট্রাকচালকের বেপরোয়া গতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন, হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি