‘পুষ্পা’র ঘরে দাদাসাহেব ফালকে পুরস্কার

২২

আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ১’। অন্ধ প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।

সুকুমার পরিচালিত সিনেমাটি গেল বছরের ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

এ সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী বক্স অফিসে বাজিমাত করেছেন আল্লু অর্জুন। বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ১’।

ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার। গেল ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিজয়ীদের নাম ঘোষণা করে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত একাধিক তারকাকে। নতুন খবর হল, বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পুষ্পা: দ্য রাইজ।

সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিয়েছেন রণবীর সিং ও কৃতি শ্যানন। ‘এইটিথ্রি’ ও ‘মিমি’ ছবির জন্য দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২-এ এই পুরস্কার জিতেছেন তারা।