পেকুয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

৮৩

কক্সবাজারের পেকুয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা নামে এক জলদস্যু নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার মগনামা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ১২টি তাজা গুলি, ৮টি খালি গুলির খোসা ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব। র‍্যাব-১৫ এর মেজর, মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like