পেরুতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

১১

পেরুতে বাস দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার নিচের ঢালে নেমে যায়। বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গতবছর নভেম্বরেও একই সড়কে ১০ জন মানুষ নিহত হন।

You might also like