পেলের আরও এক রেকর্ড ভাঙলেন মেসি
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে দুরন্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের এ দুর্দান্ত নৈপুণ্যে নতুন এক মাইলফলক গড়েছেন এ ফুটবল জাদুকর। লিওনেল মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের আরও এক রেকর্ডকে।
আন্তর্জাতিক ফুটবলে গোল স্কোরিংয়ে পেলেকে ছাড়িয়ে গেছেন পিএসজি’র এ সুপারস্টার। মেসি ভেঙে দিয়েছেন পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান লিজেন্ড পেলের দক্ষিণ আমেরিকান গোলের রেকর্ড। ব্রাজিলের হয়ে পেলে করেছেন ৭৭ গোল। আর আর্জেন্টিনার হয়ে মেসি আলবিসেলেস্ত শিবিরকে উপহার দিলেন ৭৯ গোল।
এর আগে পেলের আরও এক রেকর্ড কেড়ে নিয়েছিলেন মেসি। গেল বছরের শেষ দিকে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তিটা নিজের করে নিয়েছিলেন মেসি, যা এর আগে ছিল পেলের দখলে।