পেশাদার চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারবেন না
পেশাদার চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া, যানজট এড়াতে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর থাকবে বলেও জানান স্বারাষ্ট্রমন্ত্রী। ঈদে রাজধানীসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা জোরদারের পাশাপাশি, ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি