পোলিং এজেন্টদের সুরক্ষা দিতে নির্দেশনা প্রদান সিইসি’র
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
আজ (শনিবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সিইসি বলেন, নির্বাচনের বড় অভিযোগ, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া। কিন্তু কোনো পোলিং এজেন্ট নিজ দায়িত্বে যখন ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলাবাহিনীর।
এ সময় বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিএমপি কমিশনার মাহাবুবর রহমানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি