প্যারোল নয় খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা হবে, বললেন ফখরুল

১৩১

যেকোনো মূল্যে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সরকার দেশনেত্রীকে আটক করে রেখেছেন, কারণ তারা ভয় পান। দেশকে বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

প্যারোল নয় অবিলম্বে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়ার দাবী জানান তিনি। অন্যথায় আন্দোলনের হুমকিও দেন বিএনপি মহাসচিব।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like