প্রকাশ পেল ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র গান ‘রূপকথার জগতে’

৭১

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেয়েছে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের প্রথম ছবি ‘নেটওয়ার্কের বাইরে’। কথা ছিল ১৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে অরিজিনাল ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে সিরিজটি।

প্রকাশের পর পরই সিরিজটি করেছে বাজিমাত। এরইমধ্যে সিরিজটি প্রকাশের পরপর দর্শক-সমালোচকের প্রশংসায় ভাসছে। চলে এসেছে আলোচনার টেবিলে। ‘নেটওয়ার্কের বাইরে’ চার বন্ধুর গল্প। তাদের সম্পর্ক, একটি ট্যুর, তাদের পরিবার, প্রেমসহ আরও অনেক কিছু উঠে এসেছে এতে।

গেল ১ আগস্ট বন্ধু দিবসে মুক্তি পায় এ ছবির প্রথম গান। সে সময় থেকেই ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে ছবিটি মুক্তির পর এবার অন্তর্জালে প্রকাশ পেল এই ছবির দ্বিতীয় গান। গানের শিরোনাম ‘রূপকথার জগতে’।

গানের কথা সাজিয়েছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথী ও রেহান রাসুল।

এ ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাজিফা টুশি, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, খায়রুল বাশার, তাসনিয়া ফারিন, জোনায়েদ বোগদাদী, তাসনুভা তিশা।

‘নেটওয়ার্কের বাইরে’ চরকির এ মাসের অরিজিনাল ফিল্ম। এই প্ল্যাটফর্মে দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি সিনেমা, শর্টফিল্মসহ আরও অনেক ধরনের কনটেন্ট।

You might also like