প্রকাশ পেল সজল-মাহি-মোশাররফ করিমের ‘ড্রাইভার’র ট্রেলার 

গেল বছরে শুরু হয়েছিল ‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের কাজ। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন নির্মতা ইফতেখার চৌধুরী। সিনেমাটিতে  অভিনয় করেছেন মোশাররফ করিম, আবদুন নূর সজল ও অভিনেত্রী মাহিয়া মাহি।

মোশাররফ করিম, সজল এবং মাহিয়া মাহিকে চূড়ান্ত করে শুট করা হয়। ছবিটিতে মোশাররফ করিমকে ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। বাকি দুই জনের চরিত্র চমক হিসেবে রয়েছেন সজল-মাহি।

চলতি মাসেই মুক্তি পাবে ৩ পর্বের সিরিজটি। সম্প্রতি প্রকাশ পেল সজল-মাহি-মোশাররফ করিমের ‘ড্রাইভার’ সিরিজের ট্রেলার। সামাজিক ড্রামানির্ভর সিনেমাটিতে অপেক্ষা করছে চমক।

সিনেমাটির গল্পে ভিন্নতা রয়েছে। এ ধরনের গল্পের প্রতি দর্শকদের চাহিদা বেশ। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ হয়েছে ছবিটি।

বিশ্বের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাথে ‘ড্রাইভার’ কাজটির তুলনা করতে পারবেন দর্শক সেদিক মাথায় নিয়ে বানিয়েছেন ইফতেখার চৌধুরী।

কোয়াইট অন সেট প্রোডাকশন্স হাউজের ব্যানারে নির্মিত এই সিরিজটিকে রিভেঞ্জ থ্রিলার ধাঁচের গল্প। ১০ বছর সিনেমা বানিয়ে এবার ওয়েবের জন্য প্রথম কাজ করলেন ইফতেখার চৌধুরী।

You might also like