প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

২৪৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ১০টি শিক্ষাবোর্ডে পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ২ দশমিক ২৭ ভাগ। কমেছে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেন। কার্যকর ব্যবস্থা নেওয়ায় এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই ।

এসময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like