‘প্রতিটি জেলা-উপজেলায় যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার’

দেশের প্রতিটি জেলা-উপজেলায় সরকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সফলভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২২ এর উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, ভার্চুয়ালি যুক্ত হন  প্রধানমন্ত্রী। আগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নেবে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, ১৯৭১ সালে, জাতির পিতার ডাকে উদ্বুদ্ধ হয়ে প্রকৃতপক্ষে যুবকরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

এদিকে অনুষ্ঠানে, আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয় জন যুবসংগঠককে পুরস্কার দেয়া হয়।

You might also like