প্রতিবন্ধী কোটার সমাধান

৯২

নির্বাচন শেষ হলে প্রতিবন্ধী কোটার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ ও পরিসর: একটি বৈশ্বিক পর্যালোচনা’ শিরোনামে একটি গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘করতে হলে টেকসই উন্নয়ন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন’ এই প্রতিপাদ্যে পালিত হয় বৈঠকটি। এর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগ। এসময় বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীদের অধিকার আদায় করা প্রয়োজন। দ্রারিদ্রতা হ্রাসের জন্য তাদের শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়ন করা দরকার।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like