প্রতিবন্ধী শিশুদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৩৩

প্রতিবন্ধী শিশুদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদ বানাতে হবে। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় উল্লেখ করে  প্রধানমন্ত্রী বলেন, তাদের অবহেলা করা যাবে না। প্রতিবন্ধীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like