প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে সাবিলা নূর

১৯

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং, বিজ্ঞাপন, নাটক সব জায়গাতেই সফলতা পালক ছুঁয়েছেন এই সময়ের আলোচিত অভিনয়ের তরুণ তুর্কি সাবিলা নূর। নতুন খবর হল, এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন। দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে এই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। পরীক্ষামূলকভাবে কাজটি করেছেন তিনি।

এই সময়ের আলোচিত ও জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। সিনেমায় প্লেব্যাক করে যেমন জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন ঠিক তেমনি একক ও দ্বৈত গানে কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করে আসছেন এই সংগীতশিল্পী।

সাবিলা নূর জানান, এটি স্রেফ ভিডিও নয়। এখানে গল্পও থাকছে। তা ছাড়া ইমরানের গানের জনপ্রিয়তার দিকটাও বিবেচনায় ছিল তার। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সাবিলা নূর। তবে এতদিন কোনো গানের মডেল হননি। এবার অভিনয় করলেন একটি মিউজিক ভিডিওতে।

এদিকে মিউজিক ভিডিওর গানটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গেয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার নির্মাণে ভিডিওচিত্রে সাবিলার সঙ্গে মডেলও হয়েছেন গায়ক ইমরান। জানা গেছে, রোজার ঈদ উপলক্ষে কাজটি প্রকাশ পাবে।