প্রথমবার নিরবের সঙ্গে সিনেমায় নায়িকা পূজা চেরি

১০

সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছেন ‘ক্যাশ’। ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। এরইমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন নিরব ও পূজা।

পূজা চেরির সঙ্গে এটি নিরবের প্রথম কাজ। নিরব জানান,  একসঙ্গে প্রথমবার অভিনয় করলেও আমাদের সম্পর্ক বেশ ভালো। আশা করছি এই কাজটাও সুন্দর হবে। ছবিটি করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে রয়েছে।

এতে আরও থাকবেন সাঞ্জু জন, সীমান্ত, ফারহান খান রিও। অ্যাকশন থ্রিলার গল্পটির চিত্রনাট্য করেছেন আসাদ জামান। প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট। নানা কারণে ছবিটির শুটিং শুরু করা যাচ্ছিল না। যদি কোনো সমস্যা তৈরি না হয় তাহলে ডিসেম্বর থেকেই শুটিং শুরু হবে। সৈকত নাসিরের পরিচালনায় এর আগে ‘ক্যাসিনো’ তে অভিনয় করেছিলেন নিরব।

You might also like