প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩২১ রান

১২৩

ওপেনার লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিটন দাস ১০৫ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১২৬ রান করে আহত অবসর নেন। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন লিটন।

এছাড়া মোহাম্মদ মিঠুন ৫০, মাহমুদুল্লাহ রিয়াদ ৩২, নাজমুল হোসেন শান্ত ২৯, মোহাম্মদ সাইফউদ্দিন ১৫ বলে অপরাজিত ২৮, তামিম ইকবাল ২৪, মুশফিকুর রহিম ১৯, মেহেদি হাসান মিরাজ ৭ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুন্য রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের ক্রিস্টোফার এমপফু ৬৮ রানে ২টি উইকেট নেন।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like