প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নগরীতে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ (বুধবার) দুপুরে, চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রদীপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহবান জানান।
পরে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি