প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যথাযথ পালন করা হলে কোনো সমস্যা হবে না : তোফায়েল আহমেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যদি যথাযথ পালন করা হয়, তাহলে কোনো সমস্যা হবে না।
আজ (রবিবার) দুপুরে ভোলা সদর উপজেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অনেক শ্রমিকের কাজ নাই। তারা না খেয়ে আছেন। তাই প্রত্যেক শ্রমিকের ঘরে ত্রাণ পৌঁছে দিতে হবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি