‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে’
বিশ্বের উন্নত দেশগুলো করোনায় হিমশিম খেলেও প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ও পাড়াগ্রাম এলাকায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ শেষ হওয়া আটটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি ঢাকা জেলা পরিষদ দুর্নীতিমুক্ত উল্লেখ করে আরো বলেন, এখানে কোনো কর্মকর্তা দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ ও আওয়ামী লীগ নেতা শেখ শাহবুদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি