প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানালেন বিপ্লব বড়ুয়া
প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহবান জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গতকাল রাতে ‘চলো দূর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মিলনমেলায় তিনি এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলীগ পরিষদের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সদস্য সচিব এম. আর. আজিমসহ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি