প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা ও ডি-৮ এর মহাসচিবের অভিনন্দন

৮৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহনমূলক ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা ও উন্নয়নশীল-৮ (ডি-৮) এর মহাসচিব দাতো কু জাফর কু শারি অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার পাঠানে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তারা।

অভিনন্দন বার্তায় সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুননির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি।’

ডি-৮ এর মহাসচিব দাতো কু জাফর কু শারি অভিনন্দন বার্তায় বলেছেন, ‘এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে’।

ডি-৮ হলো বাংলাদেশ, মিসর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুর্কি এই ৮টি দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত সংস্থা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like