প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য

১০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ (সোমবার) নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নিয়েছেন। বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়।

প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রীদের শপথ পড়ান।

 

এই মন্ত্রিসভায় নতুন মুখ ৩১। পুরোনোদের মধ্যে বাদ পড়েছেন ৩৬ জন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনায় আজ (সোমবার) বেলা সাড়ে তিনটায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেলা সোয়া তিনটায় বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রায় সবাই বঙ্গভবনে চলে আসেন।

শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁর বোন শেখ রেহেনা, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী সাজেদা চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like