প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুরে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে দূর্নীতির দায়ে সভাপতি আবু মুসা আনসারী ও প্রধান শিক্ষক কামাল আহমেদের পদত্যাগের দাবি করেন এলাকাবাসি। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বার শেখ কাউসার, গ্রীন লাইফ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মুখলেস মুন্সি সহ অন্যরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি