প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, যৌন নির্যাতন ও অনিয়মের অভিযোগে মানববন্ধন
নগরীর কর্ণফুলী থানাধীন হাজী ওমর মিয়া চৌধুরী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, যৌন নির্যাতন ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহন করেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও বর্তমান এবং সাবেক শিক্ষার্থীসহ অভিভাবক ও স্থানীয়রা। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রধান শিক্ষক আব্দুর রহিম মুন্সিকে বিলম্বে স্কুল থেকে অপসারনের দাবী জানান। অন্যথায় ক্লাশ বর্জনের ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি