প্রবল বর্ষনে বান্দরবানে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধ্বসের আশংকা
টানা তিন দিনের প্রবল বর্ষনে বান্দরবানে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধ্বসের আশংকা দেখা দিয়েছে।
দূর্ঘটনা এড়াতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চলছে। শহরের ইসলামপুর, হাফেজ ঘোনা, লাঙ্গীপাড়াসহ পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, নির্বাহী কর্মকর্তা নোমান হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি