প্রবাল হত্যা মামলার প্রধান আসামী অন্তর কারাগারে
কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর প্রবাল হত্যা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং প্রধান অন্তরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ রফিকুল বারীর আদালতে আত্মসমর্পন করেন অন্তর।
ভার্চুয়ালী শুনানীর পর বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ১ জুন রাত দশটার দিকে প্রবাল ভূইয়া নামে এক কিশোরকে প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যরা হত্যা করে। এ ঘটনায় নিহত প্রবালের বাবা মোঃ হোসেন ভূইয়া বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে।