প্রবাসীদের পরিবার পাহারা দেয়ার দায়িত্ব সরকারের: কর্মসংস্থানমন্ত্রী

১৫১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসীদের পরিবারকে পাহারা দেয়ার দায়িত্ব সরকারের। কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট হবে না। এখানে সব এজেন্সীই কাজ করতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, মিনিস্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সারোয়ার, ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির সহ অনেকে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like