প্রাইভেট কারচাপায় ২ পথচারী নিহত
কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারচাপায় রবিউল ও আনিছ নামে দুই পথচারী নিহত হয়েছে। শুক্রবার(১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিছ (৫)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।