প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত সরকার প্রতিনিয়ত উদারনীতিতে কাজ করে যাচ্ছে; শিক্ষা উপমন্ত্রী

১৬৬

প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত সরকার প্রতিনিয়ত উদারনীতিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার সকালে মিরপুর পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও অত্র ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতির বক্তব্যে তিনি একথা জানান।

এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দক্ষ, উপযুক্ত, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকের মাধ্যমে বাস্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। সমাবর্তন বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মইনুল ইসলাম সহ আরো অনেকে।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like