প্রিমিয়ারে প্রশংসিত ‘শিমু’, প্রেক্ষাগৃহে মুক্তি ১১ মার্চ

‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা। এমনই বিষয় নিয়ে নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালনা করেন সিনেমা ‘শিমু’।

২০১৬ সালের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস ল্যাব এ অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় চলচ্চিত্র ‘শিমু’ এর কাজ। চিত্রনাট্যের জন্য রুবাইয়াত হোসেন জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এর আগে এই সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’ নামে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে আলোচিত ও পাঁচটি উৎসবে পুরস্কার জিতে নেয়।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১১ মার্চ। সম্প্রতি প্রিমিয়ারে প্রশংসিত হয়েছে ‘শিমু’।

রাজধানীর মহাখালীর এসকেএস ভবনের স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনীতে ছবির কলাকুশলীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আগামী ১১ মার্চ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সাভারের চন্দ্রিমা হলে প্রদর্শিত হবে ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন সহ অনেকে।