প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রী নিবাসকে সাময়িকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর
করোনাভাইরাসে সংক্রমিত পুলিশ সদস্যদের সহায়তায় নিজেদের তৈরি ছাত্রী নিবাসকে সাময়িকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে সংক্রমিত পুলিশ সদস্যদের সহায়তায় নিজেদের তৈরি ছাত্রী নিবাসকে সাময়িকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত, ১৬০ জন লোকের বাস উপযোগী এ ছাত্রী নিবাসে এখন পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগের ৬৫ জন সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক মাস আগে বিশ্ববিদ্যালয়টির ছাত্রী নিবাসকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেন।
এদিকে, এ সংকটময় সময়ে সিএমপি’র পুলিশ সদস্যদের প্রতি এরূপ সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শনের জন্য শিক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি