প্রেগন্যান্সির শেষপর্যায়ে এসেও জজকোর্টে পিয়া
প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি মডেল পিয়া জান্নাতুল। আগামী ফেব্রুয়ারির দিকে নতুন সদস্য আসার কথা তার ঘরে।
প্রেগন্যান্সির ৩৬তম সপ্তাহ চলছে তার। তবুও অন্যদের মতো শুয়ে-বসে বিশ্রাম নিতে নারাজ। স্বাভাবিক নিয়মেই সব কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি মডেল পিয়ার সোস্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে দেখা যায় ঘুম থেকে উঠে আইনজীবী পিয়া ছোটে গেছেন তার কর্মস্থলে। পরনে সাদা কুর্তি সঙ্গে ফরম্যাল প্যান্ট।
গর্ভাবস্থার যে সময়টাতে সাধারণত মায়েরা ঘরে বিশ্রামে থাকেন, সেসময়টাতে পিয়া তার মডেলিং, ফটোশুট, আইন পেশা, শারীরিক ব্যায়াম সবই করে চলেছেন একই নিয়মে। গর্ভকালে অনেকেই যেমন মুটিয়ে যান, সেখানে পিয়া তার স্বাভাবিক ছিপছিপে গড়ন ঠিকই ধরে রেখেছেন।
গত অক্টোবরে ‘বেবি বাম্পের’ ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে ভক্ত ও শুভাকাক্ষীদের এই সুখবর জানান পিয়া। এরপর তিনি বিভিন্ন সময়ে ফেসবুকে তার সর্বশেষ খবর জানান দিয়েছেন। প্রকাশ করেছেন স্থিরচিত্র।